Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জিনজিয়াংয়ের পুরো কাশগড় শহরে কোভিড-১৯ পরীক্ষা করছে চীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:৫১, ২৬ অক্টোবর ২০২০

প্রিন্ট:

জিনজিয়াংয়ের পুরো কাশগড় শহরে কোভিড-১৯ পরীক্ষা করছে চীন

জিনজিয়াং প্রদেশে করোনার আঞ্চলিক প্রকোপের মধ্যে চীন আবারও একটি পুরো শহরের কোভিড-১৯ পরীক্ষা করছে বলে বিবিসি জানিয়েছে।কাশগড়ের প্রায় ৪.৭ মিলিয়ন লোককে পরীক্ষা করা হচ্ছে, এ পর্যন্ত ১৩৮টি উপসর্গহীন করোনা রোগী পাওয়া গেছে।

চীন করোনাভাইরাসের সংক্রমণের হারকে কমিয়ে আনতে অনেকাংশে সফল হয়েছে, তবে সেখানে ক্ষুদ্র আকারের প্রকোপ রয়েছে।জিনজিয়াংয়ে চীনের বেশিরভাগ মুসলিম উইঘুর সংখ্যালঘুদের বাসস্থান, অধিকার গোষ্ঠীগুলো বলছে যে যারা বেইজিং সরকারের হাতে নির্যাতিত হচ্ছে।

কাশগড়ের স্কুলগুলো বন্ধ করে দেয়া হয়েছে এবং করোনার নেগেটিভ রিপোর্ট না থাকলে বাসিন্দাদের শহর ছেড়ে যাওয়ার অনুমতি দেয়া হচ্ছে না।শনিবার থেকে শুরু হওয়া এই গণপরীক্ষায় ১৩৭টি উপসর্গবিহীন করোনা রোগী পাওয়া গেছে।

চীনে মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ৮৫ হাজার ৮১০ জন। অন্যদিকে এই ভাইরাসে মারা গেছেন ৪ হাজার ৬৩৪ জন।

কাশগড় শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ২.৮ মিলিয়ন পরীক্ষা শনিবারের মধ্যে সম্পন্ন হয়েছে। বাকি পরীক্ষা আগামী দুইদিনের মধ্যেই সম্পন্ন হবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer