Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

জাতীয়তাবাদ হলো দেশপ্রেমের নামে প্রতারণা : ম্যাক্রো

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৩৩, ১১ নভেম্বর ২০১৮

আপডেট: ২৩:৫৫, ১১ নভেম্বর ২০১৮

প্রিন্ট:

জাতীয়তাবাদ হলো দেশপ্রেমের নামে প্রতারণা : ম্যাক্রো

ঢাকা: জাতীয়তাবাদের ধারণা প্রত্যাখান করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। প্রথম বিশ্বযুদ্ধ সমাপ্তির শতবর্ষ পালন উপলক্ষে প্যারিসে আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপস্থিতিতে দেয়া বক্তৃতায় তিনি বলেন, জাতিয়তাবাদ হলো ‘দেশপ্রেমের নামে প্রতারণা’।

‘জাতীয়বাদের নামে আমরা সবসময় নিজেদের স্বার্থকে প্রাধান্য দেই। অন্যদেরটাকে গুরুত্ব দেয় না। জাতিয়তাবাদ নৈতিক মূল্যবোধের অধপতন ঘটায়।’

১৯১৪ সাল থেকে ১৯১৯ সাল পর্যন্ত চলা প্রথম বিশ্বযুদ্ধে প্রাণ হারান এক কোটি সাধারণ মানুষ ও ৯৭ লাখ সৈন্য প্রাণ হারান। এ যুদ্ধ সমাপ্তির দিন ১১ই নভেম্বর ‘আর্মস্টাইস ডে’ নামে পরিচিত। রবিবার বিশ্বজুড়ে দিনটির শতবর্ষ পালন করা হয়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer