Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

চীনে ভাইরাসের উৎপত্তিকেন্দ্রে ৪৫০ সামরিক মেডিকেল স্টাফ মোতায়েন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:০৩, ২৫ জানুয়ারি ২০২০

প্রিন্ট:

চীনে ভাইরাসের উৎপত্তিকেন্দ্রে ৪৫০ সামরিক মেডিকেল স্টাফ মোতায়েন

ঢাকা  : চীন তাদের ভাইরাস ছড়িয়ে পড়া মধ্যাঞ্চলীয় একটি নগরীতে সাড়ে ৪শ’ সামরিক মেডিকেল স্টাফ মোতায়েন করেছে। এসব স্টাফের মধ্যে অনেকেরই সার্স বা ইবোলা ভাইরাস মোকাবেলার অভিজ্ঞতা রয়েছে। দেশটিতে ভাইরাস ছড়িয়ে পড়ায় ইতোমধ্যে অনেকের মৃত্যু হয়েছে। শনিবার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।

সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এসব সামরিক স্টাফকে এ ভাইরাসে আক্রান্ত বেশি সংখ্যক রোগি যেসব হাসপাতালে রয়েছে সেখানে পাঠানো হবে। তারা শুক্রবার রাতে সামরিক হেলিকপ্টারে করে উহান নগরীতে পৌঁছে।

নাটকীয়ভাবে ছড়িয়ে পড়া এ ভাইরাস মোকাবেলায় কেন্দ্রিয় সরকারের পদক্ষেপের পর এমন পদক্ষেপ নেয়া হলো। এ ভাইরাসে দেশব্যাপী ইতোমধ্যে ৪১ জনের মৃত্যু এবং এক হাজার ২৮৭ জন আক্রান্ত হয়েছে।

উহানে ছড়িয়ে পড়া ভাইরাস মোকাবেলায় নির্ধারিত বিভিন্ন হাসপাতালে বেডের স্বল্পতার খবরের পর এমন পদক্ষেপ নেয়া হয়।

সরকার উহান নগরীতে ছড়িয়ে এ ভাইরাস মোকাবেলায় সেখানে বিশেষ একটি হাসপাতাল নির্মাণের কাজ ইতোমধ্যে শুরু করেছে। ১০ দিনের মধ্যে এ নির্মাণ কাজ শেষ করার পরিকল্পনা নিয়ে এ কাজ শুরু করা হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer