Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষায় নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২২:৫৬, ২৫ মে ২০২০

প্রিন্ট:

গণস্বাস্থ্যের কিটে করোনা পরীক্ষায় নিষেধাজ্ঞা

করোনাভাইরাস শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্ভাবিত জিআর কোভিড-১৯ ডট ব্লট র‌্যাপিড টেস্টিং কিটে নমুনা পরীক্ষায় নিষেধাজ্ঞা আরোপ করেছে ঔষধ প্রশাসন আধিদপ্তর। এর প্রেক্ষিতে গণস্বাস্থ্য কেন্দ্র তাদের পূর্ব ঘোষিত পরীক্ষা কার্যক্রম স্থগিত করেছে।

আগের ঘোষণা অনুসারে মঙ্গলবার এই পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল। গণস্বাস্থ্য কর্তৃপক্ষ এটিকে ট্রায়াল হিসেবে অভিহিত করেছিল। প্রতি নমুনার জন্য ৭০০ টাকা করে এই পরীক্ষার কথা ছিল।গণস্বাস্থ্যের ওই কিট এখনো বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল (বিএমআরসি) এর অনুমোদন না পাওয়ায় দেশে এই কিট ব্যবহার বিধিসম্মত নয় বলে উল্লেখ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর।

এ বাস্তবতায় আলোচিত কিটে করোনার নমুনা পরীক্ষায় সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে এই বিষয়ে গণস্বাস্থ্য কেন্দ্রকে সহায়তা করার অনুরোধ জানায় স্বাস্থ্য খাতের এই নিয়ন্ত্রক সংস্থা। তার প্রেক্ষিতে সংস্থাটি মঙ্গলবার পরীক্ষা শুরু না করার সিদ্ধান্ত নিয়েছে।

ঈদের পরদিন থেকে নিজেদের কিট দিয়ে করোনার পরীক্ষা কথা আগেই জানিয়েছিল গণস্বাস্থ্য কেন্দ্র। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবারও বিষয়টি নিশ্চিত করা হয়েছিল।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer