Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

খালি হাতে ফিরবে না কোনো ব্যবসায়ী: অর্থমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:২৮, ৭ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ১৫:১৫, ৭ ফেব্রুয়ারি ২০১৯

প্রিন্ট:

খালি হাতে ফিরবে না কোনো ব্যবসায়ী: অর্থমন্ত্রী

ছবি- সংগৃহীত

ঢাকা: ব্যবসায়ীদের উদ্দেশে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমরা সবাই সরকারের অংশ। আমরা দেশের সমসাময়িক চাহিদা মেটাতে নতুন নতুন চিন্তাধারা নিয়ে কাজ করব।

এসময় ব্যবসায়ীদের কাউকে খালি হাতে ফিরে যেতে হবে না বলে মন্তব্য করেন তিনি।
বৃহস্পতিবার (৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বাণিজ্য সংগঠন ও ব্যবসা-বাণিজ্য সংশ্লিষ্টদের সঙ্গে এ আলোচনায় এসব কথা বলেন অর্থমন্ত্রী।

দেশের অর্থনৈতিক উন্নয়নে ব্যবসা ও শিল্প-বাণিজ্যের অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে কী কী করণীয় তা নির্ধারণ করতে দেশের সরকারি ও বেসরকারি উল্লেখযোগ্য প্রতিষ্ঠানের সঙ্গে ধারাবাহিক আলোচনার প্রথম পর্বে বসেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

আলোচনা সভায় প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান বলেন, আমরা কিন্তু সবাই সংসদের অংশ। আপনাদের নিয়েই আমরা এগোতে চাই। এসময় দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে বেসরকারি সেক্টরের গুরুত্বপূর্ণতার কথা বলেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer