Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: মির্জা ফখরুল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬, ৩০ এপ্রিল ২০২১

প্রিন্ট:

করোনা নিয়ে ব্যবসা করছে সরকার: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, করোনাভাইরাস নিয়ে ব্যবসা করছে সরকার। 

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ অভিযোগ করেন তিনি।

অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, একটা কোম্পানিকে সুবিধা দেওয়ার জন্য টিকা আনার অনুমতি দিয়েছে সরকার। দেড় বছর আগে আমরা বলেছি, একটা সোর্স (উৎস) থেকে যাতে টিকা আনা না হয়। কিন্তু সরকার নিজেদের স্বার্থে একটা সোর্স থেকেই টিকা আনতে চেয়েছিল। আমরা বলেছিলাম, বিকল্প হিসেবে চীন ও রাশিয়ার উৎসগুলো দেখা হোক। তখন সরকার তা করেনি। এতদিন পর আবার চীন ও রাশিয়ার সঙ্গে সরকার চুক্তি করছে।

মির্জা ফখরুল বলেন, যে সরকার জোর করে ক্ষমতায় থাকে জনগণের সঙ্গে তাদের কোনো সম্পর্ক থাকে না। যেহেতু তারা জনবিচ্ছিন্ন থাকে সে কারণে তাদের হত্যা, গুম নির্যাতনের আশ্রয় নিতে হয়। এটা আজকের বিষয় নয়, বহু আগে থেকেই চলে আসছে।

বিএনপি মহাসচিব বলেন, আমরা যে উদ্দেশ্যে এই রাজনীতি, আন্দোলন সংগ্রাম করছি, যে কারণে আমাদের এই ছেলেরা মাঠ থেকে হারিয়ে গেলো, আমরা একটা গণতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer