Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

ওপার বাংলার উত্তরবঙ্গ জুড়ে অ্যাসিড পোকার আতঙ্ক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:২১, ৬ জুলাই ২০২২

প্রিন্ট:

ওপার বাংলার উত্তরবঙ্গ জুড়ে অ্যাসিড পোকার আতঙ্ক

অ্যাসিড পোকার আতঙ্কে ভুগছে পশ্চিমবঙ্গের উত্তরের অধিবাসীরা। এ এমন পোকা যা কামড়ালে আসিডে চামড়া পোড়ার মতো দাগ হয়ে যাচ্ছে। জ্বালাও কম হচ্ছে না। খবর আজকাল`র। 

জানা গেছে, পোকাটির শরীরের রয়েছে ‘পিডেরিন’ নামক এক রাসায়নিক। হুল ফোটালে তা মানুষের ত্বকের সংস্পর্শে এসে অ্যাসিডে পোড়ার মতো ক্ষতের সৃষ্টি করছে। শুধু তাই নয় ক্ষতস্থানের সঙ্গে ত্বকের সুস্থ অংশের স্পর্শ লাগলে সেখানেও পোড়া দাগ তৈরি হতে পারে। এমনকী পোকার বিষ চোখে লাগলে দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা রয়েছে।

শুধু উত্তরবঙ্গের পাহাড়ি এলাকা নয়, অ্যাসিড পোকার আক্রমণে আক্রান্ত হচ্ছে সমতলের মানুষও। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় এবং উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের বহু পড়ুয়া অ্যাসিড পোকার কামড় খেয়ে অসুস্থ। বিষয়টি নিয়ে নড়েচড়ে বএসেছে প্রশাসন।

অ্যাসিড পোকার আক্রমণ থেকে বাঁচার উপায় কী? প্রশাসনের তরফে পোকা মারার কোনও ওষুধের ব্যবস্থা না হলেও নির্দেশ দেওয়া হয়েছে সাবধানে থাকার। বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, সন্ধের আগে জানালা দরজা বন্ধ করতে বলা হয়েছে। ঘরের বাইরে আলো জ্বালিয়ে ভেতরে আলো নিভিয়ে রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। ঘুমনোর সময় অবশ্যই মশারি খাটানোর নির্দেশ দেওয়া হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer