Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আরব আমিরাতে স্থায়ী বসবাসের সুযোগ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:১২, ২২ মে ২০১৯

প্রিন্ট:

আরব আমিরাতে স্থায়ী বসবাসের সুযোগ

ঢাকা : বিভিন্ন পেশার দক্ষদের স্থায়ীভাবে বসবাসের সুবিধা দিয়ে মঙ্গলবার থেকে ‘গোল্ডেন কার্ড’ চালু করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

মঙ্গলবার দুবাইয়ের প্রধানমন্ত্রী ও ভাইস প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম জানিয়েছেন, বিনিয়োগকারী, চিকিৎসক, প্রকৌশলী, বিজ্ঞানীসহ বিভিন্ন ক্ষেত্রে দক্ষ পেশাজীবীরা এখন থেকে দীর্ঘ মেয়াদে আরব আমিরাতে বসবাসের সুযোগ পাবেন।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম টুইটারে এই নিয়ম চালুর ঘোষণা দিয়েছেন বলে গালফ নিউজ তাদের এক প্রতিবেদনে জানিয়েছে।

এই নিয়মের আওতায় প্রথম দফায় ৬ হাজার ৮০০ জন বিনিয়োগকারী ‘গোল্ডেন কার্ড’ পাবেন। যাদের মোট বিনিয়োগের পরিমাণ ১০০ বিলিয়ন দিরহাম ছাড়িয়েছে।

শেখ মাখতুম টুইটারে বলেছেন, আজ আমরা স্থায়ী বসবাসের সুবিধা পদ্ধতি ‘গোল্ডেন কার্ড’ চালু করেছি। বিশিষ্ট ব্যক্তি, ব্যতিক্রম প্রতিভা সম্পন্ন ব্যক্তি এবং সংযুক্ত আরব আমিরাতের উন্নয়নে যারা ইতিবাচক অবদান রাখছেন এমন ব্যক্তিরা এই কার্ড পাবেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer