Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৬:৩৪, ১৭ ফেব্রুয়ারি ২০১৯

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে প্রধানমন্ত্রী

ছবি- সংগৃহীত

ঢাকা : সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রতিরক্ষা প্রদর্শনীতে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে আরব আমিরাতের প্রধানমন্ত্রী ও যুবরাজসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে যোগ দেয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এছাড়া জ্বালানি খাতসহ বেশ কিছু চুক্তি সই’য়ের কথা রয়েছে।

মিউনিখ নিরাপত্তা সম্মেলন উপলক্ষে জার্মানিতে তিন দিনের সফর শেষ করে রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৌঁছান সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবি।

স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় আবুধাবি আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ ইমরান। উপস্থিত ছিলেন শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ হোসেনও।

এরপর, বেলা সাড়ে ১১টার পর প্রধানমন্ত্রী যান আবুধাবি ন্যাশনাল এক্সিভিশন সেন্টার- এডনেকে। আমিরাতের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাকতুমের সঙ্গে সেখানে আয়োজিত ১৪তম আন্তর্জাতিক প্রতিরক্ষা প্রদর্শনীতে অংশ নেন শেখ হাসিনা। প্রদর্শনীতে তুলে ধরা বিভিন্ন আধুনিক সমর সরঞ্জাম পরিদর্শন করেন তিনি।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer