Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

চৈত্র ৪ ১৪৩০, মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪

আইপিএল স্থগিত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫৫, ১৬ এপ্রিল ২০২০

প্রিন্ট:

আইপিএল স্থগিত

ভারতে লকডাউনের মেয়াদ বাড়ায় অনির্দিষ্টকালের জন্য আইপিএল স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড (বিসিসিআই)। যা বহাল থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। 

পূর্বনির্ধারিত সূচিতে ২৯ মার্চ শুরু হয়ে ২৪ মে পর্যন্ত হওয়ার কথা ছিল এবারের আইপিএল। লকডাউনের মেয়াদ বাড়ায় প্রথম দফা সেটি স্থগিত রাখা হয় ১৫ এপ্রিল পর্যন্ত। নতুন করে ভারত সরকার আবার লকডাউনের মেয়াদ ৩ মে পর্যন্ত বাড়ালে অনিশ্চয়তার মাঝে পড়ে যায় আইপিএল।

লকডাউনের ঘোষণার পর বিসিসিআই সূত্র বলছিল, লকডাউন ৩ মে পর্যন্ত থাকায় আইপিএল এই সময় পর্যন্তই স্থগিত থাকবে। কিন্তু বুধবার সব ফ্র্যাঞ্চাইজিকে আইপিএলের প্রধান অপারেটিং অফিসার হেমাং আমিন জানিয়ে দেন, সরকার লকডাউনের মেয়াদ বাড়ানোতে, গ্রীষ্মকালের নিয়মিত উইন্ডোতে আইপিএল আয়োজন সম্ভব নয়।

সরকারের লকডাউনের ঘোষণার পর মঙ্গলবার এক সভাতে এমন সিদ্ধান্ত নেয় বিসিসিআই। শীর্ষস্থানীয় কর্মকর্তাদের মধ্যে এই ভিডিও কনফারেন্সে ছিলেন সভাপতি সৌরভ গাঙ্গুলী, সাধারণ সম্পাদক জয় শাহ, আইপিএল চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল ও বিসিসিআই কোষাধ্যক্ষ অরুন ধুমাল ও আমিন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer