Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৭ ১৪৩১, বৃহস্পতিবার ০২ মে ২০২৪

অসুস্থ আবদুল গাফফার চৌধুরী হাসপাতালে ভর্তি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:৪৭, ২৬ সেপ্টেম্বর ২০২১

প্রিন্ট:

অসুস্থ আবদুল গাফফার চৌধুরী হাসপাতালে ভর্তি

যুক্তরাজ্যপ্রবাসী বিশিষ্ট সাংবাদিক ও সাহিত্যিক, কালের কণ্ঠ`র নিয়মিত কলাম লেখক আবদুল গাফফার চৌধুরী অসুস্থ। স্থানীয় সময় শনিবার বিকেলে তাঁকে লন্ডনের একটি হাসপাতালে প্রথমে ভর্তি করা হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন তিনি নিউমোনিয়ার আক্রান্ত হয়েছেন। কিছুদিন চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকতে হবে তাঁকে।

আবদুল গাফফার চৌধুরী ভাষা আন্দোলনের স্মরণীয় গান `আমার ভাইয়ের রক্তে রাঙানো` এর রচয়িতা। স্বাধীনতা যুদ্ধে মুজিবনগর সরকারে মাধ্যমে নিবন্ধিত স্বাধীন বাংলার প্রথম পত্রিকা সাপ্তাহিক জয় বাংলার প্রতিষ্ঠাতা নির্বাহী সম্পাদক ছিলেন তিনি।

পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে তাঁর জন্য দোয়া চাওয়া হয়েছে।

এর আগে ২০১৭ সালের নভেম্বরে যুক্তরাজ্যের একটি হাসপাতালে ভর্তি হন আবদুল গাফফার চৌধুরী। সেবার বেশকিছুদিন হাসপাতালে কাটাতে হয়েছিল তাঁকে। ডায়াবেটিস ও শ্বাসযন্ত্রের জটিলতা ছিল ৮৭ বছর বয়সী এই ভাষা সৈনিকের।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer