Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪

অবৈধ সম্পদ অর্জন: ট্রান্সকমের লতিফুরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৪৬, ১৭ অক্টোবর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

অবৈধ সম্পদ অর্জন: ট্রান্সকমের লতিফুরকে জিজ্ঞাসাবাদ করবে দুদক

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বৃহস্পতিবার ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য জানান, বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দুদকে হাজির হওয়ার জন্য ট্রান্সকম চেয়ারম্যানের কাছে উপ পরিচালক নাসির উদ্দিন স্বাক্ষরিত একটি চিঠি পাঠিয়েছে দুদক।

বৃহস্পতিবার সকাল ১০টায় সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে লতিফুর রহমানকে জাতীয় পরিচয়পত্র এবং পাসপোর্টের ফটোকপিসহ হাজির হতে হবে। তিনি ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অবৈধ সম্পদ ও অর্থ পাচারের সাথে জড়িত থাকার অভিযোগের প্রেক্ষিতে লতিফুর রহমানকে জিজ্ঞাসাবাদ করবে দুদক।

লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যরা ট্রান্সকম গ্রুপের বিভিন্ন কোম্পানি ভ্যাট, বিদ্যুৎ বিল এবং গ্যাস বিল ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ অবৈধ সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ আসে দুদকের কাছে। পরে এ ব্যাপারে তদন্ত শুরু করে দুদক।

দুদক জানায়, লতিফুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অর্থপাচার ও সরকারি জমি দখল করারও অভিযোগ রয়েছে।

 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer