Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

ভয়াবহ বন্যা পরিস্থিতি সিডনিতে, হাজার হাজার লোক বাড়িছাড়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:১৫, ৫ জুলাই ২০২২

প্রিন্ট:

ভয়াবহ বন্যা পরিস্থিতি সিডনিতে, হাজার হাজার লোক বাড়িছাড়া

অস্ট্রেলিয়া মহাদেশের নিউ সাউথ ওয়েলস রাজ্যে মঙ্গলবার বন্যা মারাত্মক আকার ধারন করেছে। অধিকাংশ বাড়িঘর জলমগ্ন এবং সড়ক তলিয়ে গেছে। হাজার হাজার লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র যেতে বাধ্য হচ্ছে।

রাজ্যটির প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, সিডনিতে পরিস্থিতি খারাপ হওয়ায় গতরাতে জরুরি সেবার লোকজন সেনা সদস্যদের সহযোগিতায় ২২ জনকে উদ্ধার করে। পরিস্থিতি বিবেচনায় সিডনিতে একশ সেনা মোতায়েন করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস রাজ্যে পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় জরুরি সেবার লোকজন প্রায় ৫০ হাজার লোককে অন্যত্র সরে যেতে কিংবা সরে যাওয়ার প্রস্তুতি নেয়ার নিদের্শ দিয়েছে।

কর্মকর্তারা আরো বলেন, প্রবল বৃষ্টি, বন্যা ও প্রচন্ড বাতাসের কারণে ১৯ হাজার বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।

ফেডারেল সরকার নিউ সাউথ ওয়েলস রাজ্যের ২৩টি প্লাবিত অংশে প্রাকৃতিক দুর্যোগ ঘোষণা করেছে এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের ত্রাণ দেয়ার উদ্যোগ নিয়েছে।

এদিকে নিউ সাউথ ওয়েলস রাজ্যের প্রধানমন্ত্রী ডোমেনিক পেরোটেট লোকজনকে বাড়ি ঘর ছেড়ে যাওয়ার নির্দেশ পালনের আহ্বান জানিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer