Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

করোনায় আক্রান্ত হলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:২২, ১ জুন ২০২০

প্রিন্ট:

করোনায় আক্রান্ত হলেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোর পাশিনিয়ান। তিনি নিজেই ফেসবুক লাইভে এসে বিষয়টি জানিয়েছেন।

ফেসবুক লাইভে নিকোর পাশিনিয়ান জানান, করোনার কোনো উপসর্গ না থাকলেও তিনি আক্রান্ত হয়েছেন। করোনা রোধে যারা কাজ করছেন তাদের সঙ্গে সাক্ষাতের আগে একটি টেস্ট করান তখনই তার করোনাভাইরাস ধরা পড়ে। তার পুরো পরিবারও আক্রান্ত।

গত সপ্তাহে আর্মেনিয়ায় সর্বোচ্চ দৈনিক সংক্রমণ দেখা যায়, শুক্রবারে ধরা পড়ে চারশো রোগী। ৩০ লাখ জনসংখ্যার দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ হাজার ৪০২ জন মানুষ, এর মধ্যে মারা গেছেন ১৩৯ জন।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables