Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:১৫, ২১ মে ২০২০

প্রিন্ট:

আম্পানের তাণ্ডবে পশ্চিমবঙ্গে ৭২ জনের মৃত্যু

ভারতের পশ্চিমবঙ্গে সুপার সাইক্লোন আম্পানের তাণ্ডবে ৭২ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার এ তথ্য জানা গেছে।

এদিকে বুধবার কলকাতায় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ১০৫ কিলোমিটার। কলকাতার বিভিন্ন জায়গায় ভেঙে গেছে ট্রাফিক সিগন্যাল। কলকাতার অন্তত ১৮টি জায়গায় গাছ পড়ে গেছে। দিঘা, রামনগর, মন্দারমনি, কাঁথি, হলদিয়ার বিভিন্ন এলাকায় ছোট বড় গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে। মন্দারমনিতে কয়েকটি হোটেলে জল ঢুকে গেছে।

ঘণ্টায় ১৪০ থেকে ১৫০ কিমি বেগে ঝড় বয়ে যায় দিঘা উপকূলে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কার্যত লন্ডভন্ড দশা এখন দিঘার। ঝড়ের দাপটে দিঘা রেলস্টেশনের করোগেটেড শিট (চাল) উড়ে গেছে।