Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

সৌদি আরবে ঈদুল ফিতরের ৫ দিন ২৪ ঘণ্টার কারফিউ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ১৩ মে ২০২০

প্রিন্ট:

সৌদি আরবে ঈদুল ফিতরের ৫ দিন ২৪ ঘণ্টার কারফিউ

ঢাকা : মহামারি করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে আসন্ন ঈদুল ফিতরের পাঁচ দিনের ছুটিতে ২৪ ঘণ্টা কারফিউ জারি করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। ২৩ থেকে ২৭ মে এ কারফিউ জারি থাকবে।

এর আগ পর্যন্ত মক্কা ছাড়া অন্যান্য অঞ্চলে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বাণিজ্যিক ও ব্যবসায়িক প্রতিষ্ঠান খোলা থাকবে। মক্কায় ২৪ ঘণ্টার কারফিউ জারি রয়েছে।

এর আগে সৌদি আরবের বেশিরভাগ অঞ্চল ও শহরে ২৪ ঘণ্টার কারফিউ জারি করা হয়েছিল। রমজানের শুরুতে তা শিথিল করা হয়। তবে নভেল করোনাভাইরাসের বেশি প্রাদুর্ভাব থাকা এলাকাগুলোতে লকডাউন শিথিল করা হয়নি। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

সৌদি আরবে এখন পর্যন্ত ৪২ হাজার ৯২৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এদের মধ্যে মৃত্যু হয়েছে ২৬৪ জনের। আর সুস্থ হতে পেরেছে ১৫ হাজার ২৫৭ জন। ছয় সদস্যের গালফ কোঅপারেশন কাউন্সিলভুক্ত (জিসিসি) দেশগুলোতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ সাত হাজার এবং মৃত্যু হয়েছে ৫৮২ জনের।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables