Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২৮ ১৪৩২, রোববার ১৩ জুলাই ২০২৫

শ্রীলংকার সেনাপ্রধানকে মার্কিন নিষেধাজ্ঞা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৫৯, ১৬ ফেব্রুয়ারি ২০২০

প্রিন্ট:

শ্রীলংকার সেনাপ্রধানকে মার্কিন নিষেধাজ্ঞা

ঢাকা : শ্রীলংকার আর্মি চিফ লেফটেন্যান্ট জেনারেল শাভেন্দ্র সিলভার ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।মানবাধিকার লঙ্ঘন এবং ২০০৯ সালের গৃহযুদ্ধে নির্বিচার হত্যাকাণ্ড চালানোর অভিযোগে তার ওপর এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে শুক্রবার জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও।

এক বিবৃতিতে বলেন, ‘জাতিসংঘ ও অন্যান্য সংগঠনগুলো সিলভার বিরুদ্ধে ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের যে অভিযোগ করেছে সেগুলো গুরুতর এবং বিশ্বাসযোগ্য।’

এ নিষেধাজ্ঞার জেরে সিলভা ও তার পরিবার যুক্তরাষ্ট্রে ঢুকতে পারবে না। গত বছরের আগস্টে সিলভা সেনা কমান্ডার নিযুক্ত হওয়ার পর যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের তীব্র সমালোচনার শিকার হন।

২০০৯ সালে শ্রীলংকার গৃহযুদ্ধে সেনাবাহিনীর একটি ডিভিশনের নেতৃত্ব দিয়েছিলেন সিলভা।