Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

কাশ্মীর সংকটের কথা সাধারণ পরিষদে তুলে ধরবেন গুতেরেস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:০৭, ২১ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

কাশ্মীর সংকটের কথা সাধারণ পরিষদে তুলে ধরবেন গুতেরেস

ঢাকা : জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের বৈঠকে কাশ্মীর ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। বিষয়টি নিয়ে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসই আলোচনা করতে পারেন বলে মহাসচিবের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন।

গত বৃহস্পতিবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে কাশ্মীর নিয়ে করা এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র বলেন, কাশ্মীর সমস্যা সমাধানের একমাত্র উপায় হিসেবে মহাসচিব সব সময় সংলাপের ওপর গুরুত্ব দিয়ে এসেছেন। এ ছাড়া চলমান সংকট নিরসনের অংশ হিসেবে ওই অঞ্চলটির লোকজনের মানবাধিকার বিষয়টিকেও সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া উচিত।

তিনি আরো বলেন, কাশ্মীর বিষয়ে জাতিসংঘ মহাসচিব অবগত রয়েছেন বলে জানিয়েছিলেন। জাতিসংঘ সাধারণ পরিষদে বৈঠক চলাকালে তিনি প্রসঙ্গটি তুলতে পারেন।’

এর আগে বুধবার কাশ্মীর ইস্যুতে চূড়ান্ত সমাধানে পৌঁছানোর জন্য ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার ওপর ‘জোর দিয়েছিলেন’ জাতিসংঘ মহাসচিব। তিনি জানান, যদি দুই পক্ষই আলোচনায় বসতে তাদের সাহায্য চায় তাহলে জাতিসংঘ সাহায্য করবে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer