Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৬ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

সিরিয়ায় মানবিক সহায়তার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে জাতিসংঘ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৩২, ১৪ ডিসেম্বর ২০১৮

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

সিরিয়ায় মানবিক সহায়তার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে জাতিসংঘ

ঢাকা : জাতিসংঘ নিরাপত্তা পরিষদ বৃহস্পতিবার যুদ্ধ বিধ্বস্ত সিরিয়ায় মানবিক সহায়তার মেয়াদ আরো এক বছর বাড়িয়েছে। রাশিয়ার অনীহা সত্ত্বেও নিরাপত্তা পরিষদ এ অনুমোদন দেয়। রাশিয়া এই মেয়াদ ৬ মাস বৃদ্ধি করার মত দিয়েছিল।

যুক্তরাষ্ট্র এবং নিরাপত্তা পরিষদের বেশীর ভাগ সদস্যদেশ সিরিয়ায় আরো এক বছর মানবিক সহায়তা সরবরাহের সমর্থন দিয়েছে।জাতিসংঘের হিসেবে সরকার নিয়ন্ত্রিত নয় এমন এলাকায় ৪৩ লাখ লোকের মানবিক সহায়তা প্রয়োজন।

সিরিয়ার যুদ্ধ অবসানে জাতিসংঘ কূটনীতিকদের সামান্য অগ্রগতি সত্ত্বেও দেশটিতে জাতিসংঘ ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে। এটি জাতিসংঘের বৃহত্তম ত্রাণ সহায়তা প্রচেষ্টা।
সিরিয় যুদ্ধে ৩ লাখ ৬০ হাজারের বেশী লোক মারা গেছে। লাখ লাখ লোক উদ্বাস্তু হয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer