Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

নির্বাচনী ফল প্রত্যাখান করেছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:১৮, ১০ ডিসেম্বর ২০১৬

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

নির্বাচনী ফল প্রত্যাখান করেছেন গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া

ঢাকা: প্রেসিডেন্ট নির্বাচনে হেরে গিয়ে নির্বাচনী ফল প্রত্যাখান করেছেন পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়ার প্রেসিডেন্ট ইয়াহিয়া জামে। নির্বাচনের ফল ঘোষণার এক সপ্তাহ পরে তিনি এ প্রত্যাখানের ঘোষণা দেন।

প্রেসিডেন্ট নির্বাচনে ‘অস্বাভাবিকতার’ ঘটনা ঘটেছে বলে অভিযোগ করে ফের নির্বাচনে অনুষ্ঠানেরও দাবি জানান ইয়াহিয়া জামে। মূলত তিনি নির্বাচনে ‘কারচুপি’র বিষয়টিকেই ইঙ্গিত করেছেন। 

দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে ইয়াহিয়াকে পরাজিত করে অ্যাডামা ব্যারো নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। দীর্ঘ ২২ বছর পর ক্ষমতা হারিয়েছেন ইয়াহিয়া জামে।

চলতি বছরের শুরুতে অনুষ্ঠিত জাম্বিয়ার ভোটে অ্যাডামা ব্যারো ২ লাখ ৬৩ হাজার ৫১৫ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। আর ইয়াহিয়া পেয়েছেন ২ লাখ ১২ হাজার ভোট।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer