Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ৩১ ১৪৩২, মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০২৫

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ‘চুক্তিতে’ আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৯, ৮ ডিসেম্বর ২০২৪

প্রিন্ট:

যুদ্ধ বন্ধে রাশিয়ার সঙ্গে ‘চুক্তিতে’ আগ্রহী জেলেনস্কি: ট্রাম্প

ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার সঙ্গে যুদ্ধ বন্ধে ‘চুক্তি’ করতে আগ্রহী ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

রোববার ফ্রান্সের প্যারিসে দুজনের বৈঠক শেষে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে ডোনাল্ড ট্রাম্প এ কথা বলেন।

এদিকে, ফ্রান্স টোয়েন্টিফোর নামের একটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এ বৈঠকের কয়েক ঘণ্টা পরই প্রেসিডেন্ট জো বাইডেনের নেতৃত্বাধীন বর্তমান মার্কিন প্রশাসন ইউক্রেনের জন্য প্রায় ১০০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিয়েছেন।

যুদ্ধ বন্ধে ট্রুথ স্যোশালে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প লিখেছেন, ‘একটি চুক্তিতে পৌঁছানোর এবং এই পাগলামি বন্ধের পথ বেছে নেবে জেলেনস্কি ও ইউক্রেন।’

তিনি আরও বলেন, অবিলম্বে যুদ্ধবিরতি এবং আলোচনা শুরু হওয়া উচিত। অপ্রয়োজনে অনেক বেশি প্রাণ ঝরে গেছে, অনেক পরিবার ধ্বংস হয়ে গেছে। যদি এভাবে চলতে থাকে, এটি আরও বড় ও খারাপ কিছুতে রূপ নেবে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables