Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

নতুন করে ১ লাখ সেনা নিয়োগ দেবে রাশিয়া

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৩৮, ১ অক্টোবর ২০২৪

প্রিন্ট:

নতুন করে ১ লাখ সেনা নিয়োগ দেবে রাশিয়া

ফাইল ছবি

সরকারি পোর্টালে প্রকাশিত ওই ডিক্রি অনুসারে ১৮ থেকে ৩০ বছর বয়সী ১ লাখ ৩৩ হাজার নন-রিজার্ভিস্টকে ১ অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হবে। এ সময়ে যাদের সামরিক সেবার মেয়াদ শেষ হয়েছে, তাদেরকে অব্যাহতি দেয়ার কথাও উল্লেখ করা হয়েছে। খবর আনাদোলু এজেন্সির।

এই সিদ্ধান্তটি এমন এক সময়ে এসেছে যখন মাত্র ২ সপ্তাহ আগে পুতিন রুশ সেনাবাহিনীর কর্মী এবং সামরিক সদস্য সংখ্যা বাড়ানোর জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেন।

ওই ডিক্রির মাধ্যমে রাশিয়ার সশস্ত্র বাহিনীর মোট জনবল ২ দশমিক ২ মিলিয়ন থেকে ২ দশমিক ৩৮ মিলিয়নে উন্নীত করা হয়। একইসঙ্গে, সামরিক সদস্য সংখ্যা ১ দশমিক ৩২ মিলিয়ন থেকে বাড়িয়ে ১ দশমিক ৫ মিলিয়ন করা হয়েছে।

আরো পড়ুন: হিজবুল্লাহর বিরুদ্ধে ইসরায়েলের পরবর্তী অভিযান শিগগিরই

নতুন এই নিয়োগ প্রক্রিয়া রাশিয়ার সামরিক শক্তি বৃদ্ধির কৌশলের অংশ হিসাবে দেখা হচ্ছে যা দেশটির সামরিক সক্ষমতাকে আরো শক্তিশালী করবে বলে ধারণা করা হচ্ছে।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables