Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা

প্রকাশিত: ১০:৩৬, ৩০ মার্চ ২০২৪

প্রিন্ট:

ইসরায়েলকে নতুন করে অস্ত্র সহায়তা দিচ্ছে আমেরিকা

ফাইল ছবি

ফিলিস্তিনের গাজায় হামলা অব্যাহত রাখতে ইহুদিবাদী ইসরায়েলকে আবারও অস্ত্র সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন এই প্যাকেজে ২ হাজার পাউন্ডের বেশি বোমা ও ২৫টি এফ-থার্টি ফাইভ/এ যুদ্ধবিমান সরবরাহের অনুমোদন দিয়েছে বাইডেন প্রশাসন।

শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াশিংটন পোস্ট’।তবে অস্ত্র সরবরাহের বিষয়ে কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ এবং ওয়াশিংটনে ইসরায়েলি দূতাবাস।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় নির্বিচারে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। হামলার শুরু থেকেই ইসরায়েল অস্ত্র সরবরাহ করে আসছে আমেরিকা। রিপোর্ট লেখা পর্যন্ত এই হামলায় ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন প্রায় ৭৫ হাজার মানুষ। এছাড়া গাজার ২৩ লাখ বাসিন্দার অধিকাংশই বাস্তুচ্যূত। সূত্র: ওয়াশিংটন পোস্ট, রয়টার্স

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer