Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

কার্তিক ১১ ১৪৩২, সোমবার ২৭ অক্টোবর ২০২৫

শুক্রবার সমাহিত করা হবে নাভালনিকে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৪, ২৮ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

শুক্রবার সমাহিত করা হবে নাভালনিকে

ফাইল ছবি

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির শেষকৃত্য হবে আগামী শুক্রবার। এদিকে নাভালনির সমর্থকরা বড় পরিসরে শেষকৃত্য করতে চাইলেও সরকার তাতে বাধা দিচ্ছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।কিরা ইয়ারমিশ বলেন, মেরিনো জেলায় বিদায় অনুষ্ঠানের পরে বোরিসোভস্কয় কবরস্থানে নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করা হবে।

এর আগে শনিবার  নাভালনির মৃতদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়

উল্লেখ্য, গত ১৬ ফেব্রুয়ারি আর্কটিক সার্কেল পেনাল কলোনিতে নাভালনির মৃত্যু হয়। তার মৃত্যুর পর কারা কর্তৃপক্ষ জানিয়েছিল, হেঁটে আসার পর হঠাৎই অচেতন হয়ে পড়েছিলেন নাভালনি, এরপর আর জ্ঞান ফেরেনি তার। আর তার মায়ের হাতে ধরিয়ে দিয়েছিল স্বাভাবিক মৃত্যুর সার্টিফিকেট।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables