Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বুধবার ১৭ সেপ্টেম্বর ২০২৫

নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর: মুখপাত্র

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২৩:২৫, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

আপডেট: ২৩:২৬, ২৪ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

নাভালনির মরদেহ মায়ের কাছে হস্তান্তর: মুখপাত্র

ফাইল ছবি

রাশিয়ার বিরোধীদলীয় নেতা ও প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কট্টর সমালোচক অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মায়ের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন তার মুখপাত্র কিরা ইয়ারমিশ। 

নাভালনির ঘনিষ্ঠ সহযোগী কিরা ইয়ারমিশ এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানিয়েছেন, অ্যালেক্সি নাভালনির মরদেহ তার মা লুদমিলার কাছে হস্তান্তর করা হয়েছে। সবাইকে ধন্যবাদ, যারা আমাদের দাবির সঙ্গে একমত ছিলেন। খবর আল-জাজিরার

তবে নাভালনির অন্ত্যেষ্টিক্রিয়া কোথায় করা হবে তা এখনও নির্ধারণ করা হয়নি। এছাড়া রুশ কর্তৃপক্ষ কোন ঝামেলা করবে কিনা তা স্পষ্ট নয় বলেও জানান তিনি। 

এর আগে নাভালনির মা লুদমিলা জানিয়েছিলেন, রুশ কর্তৃপক্ষ ‘গোপনে’ লাশ দাফন করার জন্য চাপ দিচ্ছে। ভিডিওতে এক বক্তব্যে নাভালনির মা লুদমিলা নাভালনায়া বলেন, তাকে একটি মর্গে নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যুসনদ সই করেছেন। 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables