Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৫ ১৪৩২, শুক্রবার ০৯ মে ২০২৫

কাজাখস্তানে হোস্টেলে ভয়াবহ আগুন, ১৩ জনের মৃত্যু

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৭, ৩০ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

কাজাখস্তানে হোস্টেলে ভয়াবহ আগুন, ১৩ জনের মৃত্যু

ছবি- সংগৃহীত

কাজাখস্তানের আলমাটি শহরের একটি হোস্টেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩ জনের মৃত্যু হয়েছে।এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে। 

বৃহস্পতিবার স্থানীয় সময় ভোরে তিনতলা একটি ভবনের নিচ তলায় আগুন লাগে। এসময় সেখানে ৭২ জন অতিথি উপস্থিত ছিলেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিস। পরে ৫৯ জনকে নিরাপদে বের করে আনেন তারা। 

তবে ঠিক কী কারণে এ দুর্ঘটনা ঘটেছে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট করে কিছু জানা যায়নি। কারণ জানতে তদন্ত করছে পুলিশ। মৃতদের মধ্যে ৯ জন কাজাখস্তানের, ২ জন রাশিয়ার এবং ২ জন উজবেকিস্তানের নাগরিক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer