Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ২০ ১৪৩২, রোববার ০৬ জুলাই ২০২৫

বেলুন ভূপাতিত করায় চীনের প্রতিবাদ

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:৩০, ৫ ফেব্রুয়ারি ২০২৩

প্রিন্ট:

বেলুন ভূপাতিত করায় চীনের প্রতিবাদ

ছবি- সংগৃহীত

ক্যারোলিনা উপকূলে ভাসতে থাকা একটি চীনা গোয়েন্দা বেলুন ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করায় তীব্র প্রতিবাদ এবং অসন্তোষ প্রকাশ করেছে বেইজিং। রোববার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এ প্রতিবাদ জানায়। খবর বিবিসির।

এর আগে দেশটি দাবি করে, বেলুনটি আবহাওয়ার গবেষণায় ব্যবহার করা হচ্ছিল এবং প্রতিকূল আবহাওয়ার কারণে নির্ধারিত পথ থেকে বিচ্যুত হয়ে যুক্তরাষ্ট্রের আকাশে পৌঁছেছে।

গত কয়েকদিন ধরে যুক্তরাষ্ট্রের আকাশে উড়ছিল বিশালাকৃতির একটি চীনা নজরদারি বেলুন। অনেক নাটকীয়তা পর যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার যুদ্ধ বিমান থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বেলুনটি ধ্বংস করে মার্কিন সামরিক বাহিনী।
অভিযান পরিচালনার সময় উত্তর ও দক্ষিণ ক্যারোলিনা অঙ্গরাজ্যে উপকূলের কাছে তিনটি বিমানবন্দর বন্ধ রাখা হয়। জনসাধারণের চলাচলে সামিয়ক সময়ের জন্য সতর্কতা জারি করা হয়।