Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৮ ১৪৩২, বৃহস্পতিবার ০৩ জুলাই ২০২৫

স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি মিলল ইরানি নারীদের

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:৪৯, ২৪ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

স্টেডিয়ামে বসে খেলা দেখার অনুমতি মিলল ইরানি নারীদের

ঢাকা : ফিফা সভাপতি জিয়ান্নি ইনফানতিনো জানিয়েছেন, আগামী মাসে তেহরানে ইরানি নারীরা স্টেডিয়ামে বসে বিশ্বকাপ বাছাইয়ের একটি ম্যাচ দেখার সুযোগ পাবেন। এ ব্যাপারে ইরান ফুটবলের বিশ্ব সংস্থাকে ‘আশ্বস্ত’ করেছে। এক নারী ফুটবলামোদীর আত্মহত্যার প্রেক্ষাপটে এই অগ্রগতি ঘটল।

স্টেডিয়ামে পুরুষের বেশ ধরে খেলা দেখার চেষ্টার জন্য এই ইরানি নারীকে পুলিশ আটক করেছিল। ঐ নারী পরবর্তীতে ছাড়া পেয়ে আত্মহন্তারক হন। এই ঘটনার পর ফিফা সভাপতি নারীদের খেলা দেখার অনুমতি দিতে ইরান প্রশাসনকে অনুরোধ করেছিলেন।

ইনফানতিনো জানান, ফিফা চায় ইরান নারীদের স্টেডিয়ামে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা পুরোপুরি তুলে নিক। ১৯৮১ সাল থেকে ইরান নারী দর্শকদের ফুটবল ও অন্য স্টেডিয়ামগুলোয় প্রবেশে বাধা দিয়ে আসছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer