ছবি-বহুমাত্রিক.কম
দিনাজপুর : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, দিনাজপুর জেলাকে বাল্য বিবাহমুক্ত জেলা হিসেবে ঘোষনা এখন শুধু সময়ের ব্যাপার। বাল্য বিবাহ প্রতিরোধে চাই সর্বস্তরে জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক আন্দোলন।
রোববার কাহারোল উপজেলার গড়নুর এসইউপিকে প্রকল্প কার্যালয় প্রাঙ্গনে সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র (এসইউপিকে) দিনাজপুর এর আয়োজনে এবং প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর ইউনিট এর সহযোগিতায় কর্মসূচি বাস্তবায়নে বার্ষিক অভিজ্ঞতা বিনিময় কর্মশালায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন।
এসইউপিকে’র নির্বাহী পরিচালক মোঃ মোজাফ্ফর হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র তথ্য অফিসার আবুল কালাম মোহাম্মদ শামসুদ্দিন, সমাজসেবা কার্যালয় দিনাজপুরের উপ-পরিচালক মিঃ স্টিফেন মুর্মু, মহিলা বিষয়ক অধিদপ্তর এর ডে কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ রুমানা, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ঢাকা’র শিশু বিবাহ বন্ধ প্রকল্পের ম্যানেজার ফারুক আহাম্মেদ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ দিনাজপুর ইউনিট ম্যানেজার মোঃ আব্দুল মান্নান, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মাহাফুজুর রহমান, তেঁতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুনীল কুমার সাহা ও ইউনিটি ফর এনজিও’স দিনাজপুর এর সাধারন সম্পাদক মোঃ শাহাদাৎ হোসেন শাহ্।
মুক্ত আলোচনা করেন মুক্তিযোদ্ধা মোঃ সাখাওয়াত আলী, কাজী মোঃ আতিকুর রহমান, শহিদুল ইসলাম শহিদুল্লাহ, ধর্ম নারায়ন রায় ও খানসামা উপজেলা মহিলা বিষয়ক অফিসার ওবায়দুর রহমান। সঞ্চালকের দায়িত্ব পালন করেন এসইউপিকে’র প্রকল্প সমন্বয়কারী জাবেদ আহাম্মেদ।
সভায় বাল্য বিবাহ প্রতিরোধ প্রকল্প, পিএইচআর প্রকল্প, শিশু অধিকার ও দক্ষতা উন্নয়ন প্রকল্পের চলমান কার্যক্রমের ডিসপ্লে অতিথিবৃন্দ পরিদর্শন করেন। আয়োযোগরা জানান, বাল্য বিবাহ প্রতিরোধে প্রকল্পের প্রধান বাধা সমূহ হলো, ধর্মীয় গোড়ামী, পুরুষ তান্ত্রিক সমাজ ব্যবস্থা , দারিদ্রতা ও সামাজিক অসচেতনতা।
বহুমাত্রিক.কম