Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৩ ১৪৩১, মঙ্গলবার ০৭ মে ২০২৪

‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেলেন সারা হোসেন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৫:২৩, ২৯ মার্চ ২০১৬

আপডেট: ২১:২৯, ২৯ মার্চ ২০১৬

প্রিন্ট:

‘আন্তর্জাতিক সাহসী নারী’ পুরস্কার পেলেন সারা হোসেন

ঢাকা: বাংলাদেশের খ্যাতিমান আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ২০১৬ সালের ‘আন্তর্জাতিক সাহসী নারীর’ (ইন্টারন্যাশনাল উইমেন অব কারেজ অ্যাওয়ার্ড-আইডাব্লিউওসি) পুরস্কার পেয়েছেন।

মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এই পুরস্কারপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। তার সঙ্গে বিশ্বের আরো ১৩ জন এই পুরস্কার পেয়েছেন। মঙ্গলবার বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

যুক্তরাষ্ট্র প্রতিবছরই বিশ্বের সাহসী নারীর পুরস্কার ঘোষণা করে। যারা শান্তি, বিচার, মানবাধিকার, লৈঙ্গিক সমতা এবং নারীর ক্ষমতায়নে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেন তাদের এই পুরস্কার দেয়া হয়।

২০০৭ সালে চালু হওয়ার পর থেকে এ পর্যন্ত ৬০টি দেশের ১০০ জন সাহসী নারী এ পুরস্কার পেয়েছেন। সারা হোসেন বাংলাদেশের সংবিধান প্রণেতা ড. কামাল হোসেনের মেয়ে। পিছিয়ে পড়া নারী এবং মেয়েদের জন্য বিভিন্ন কাজ করেন বাংলাদেশ লিগ্যাল এইড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer