ফাইল ছবি
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির চলতি বছরের প্রভাবশালী ও অনুপ্রেরণাদায়ী ১০০ নারীর তালিকায় জায়গা করে নিয়েছেন বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা ও অধিকারকর্মী জান্নাতুল ফেরদাউস। মঙ্গলবার নিজেদের ওয়েবসাইটে এই তালিকা প্রকাশ করেছে বিবিসি।
প্রতিবছরই প্রভাবশালী নারীদের তালিকা প্রকাশ করে বিবিসি। এ নিয়ে ১১তম বারের মতো তারা এই তালিকা প্রকাশ করল। এবারের তালিকায় রয়েছেন জর্জ ক্লুনির স্ত্রী মানবাধিকারকর্মী আমাল ক্লুনি, বলিউড অভিনেত্রী দিয়া মির্জা, সাবেক মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা, নোবেল বিজয়ী ক্লডিয়া গোল্ডউইন এর মতো ব্যক্তিত্ব।
জান্নাতুলকে নিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিজের শরীরের ৬০ শতাংশ পুড়ে গিয়েছিল, তারপরও থেমে যাননি জান্নাত। হয়েছেন চলচ্চিত্র নির্মাতা কাজ করছেন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে।
জান্নাতুল ফেরদাউস মানবাধিকার সংগঠন ভয়েস অ্যান্ড ভিউজের প্রতিষ্ঠাতা। শরীর পুড়ে যাওয়ার কারণে যারা প্রতিবন্ধকতার শিকার হন তাদের নিয়ে কাজ করে সংগঠনটি। বন্ধুমহলে আইভি নামে পরিচিত জান্নাত এখন পর্যন্ত পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। তিনটি উপন্যাস প্রকাশিত হয়েছে তার।
ইংরেজি সাহিত্যে মাস্টার্স রয়েছে জান্নাতুল ফেরদাউসের। এ ছাড়া ডেভেলপমেন্ট স্টাডিজেও মাস্টার্স করেছেন তিনি।