Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

ট্রেন দুর্ঘটনা : চালকসহ বরখাস্ত ৩, তদন্ত কমিটি

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:৪০, ২৭ মার্চ ২০২৪

প্রিন্ট:

ট্রেন দুর্ঘটনা : চালকসহ বরখাস্ত ৩, তদন্ত কমিটি

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে মালবাহী দুটি ট্রেনের সংঘর্ষের ঘটনায় ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বুধবার পশ্চিমাঞ্চল রেলওয়ের ব্যবস্থাপক শাহ সূফী নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ট্রেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে সিনিয়র সহকারী সংকেত প্রকৌশলী, সহকারী পরিবহন কর্মকর্তা, সহকারী যান্ত্রিক প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীর সমন্বয়ে ৪ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আগামী ৩ কর্মদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিকভাবে ট্রেনের চালক, সহকারী চালক এবং অন-ডিউটি সহকারী স্টেশন মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

এদিকে সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকা-খুলনা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। ক্ষতিগ্রস্ত রুটের একটি লাইন মেরামত করার পর আজ বুধবার সকাল সোয়া ৬টার দিকে এই রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে ঈশ্বরদী রেলওয়ে জংশন এলাকায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এক লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer