Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

শ্রাবণ ১১ ১৪৩১, শনিবার ২৭ জুলাই ২০২৪

প্রতিটি জেলায় রেল সংযোগ পৌঁছে দেওয়া হবে: রেলমন্ত্রী

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৪, ২৩ ফেব্রুয়ারি ২০২৪

প্রিন্ট:

প্রতিটি জেলায় রেল সংযোগ পৌঁছে দেওয়া হবে: রেলমন্ত্রী

ছবি- সংগৃহীত

রেলপথ মন্ত্রী জিল্লুল হাকিম বলেছেন, ‘প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন রেলের আরও সম্প্রসারণ হবে। রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। মাল পরিবহনেও রেল সস্তায় সার্ভিস দিয়ে থাকে। প্রত্যেকটি জেলায় রেল সংযোগ পৌঁছে দেওয়া হবে

শুক্রবার সকালে ঢাকা থেকে সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে রেলমন্ত্রী রাজবাড়ী স্টেশনে নামেন। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন

রেলমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন দ্রুত সময়ের মধ্যেই ভাঙ্গা থেকে বরিশাল হয়ে পায়রা বন্দরে রেল পৌঁছে দেওয়া হবে। আমাদের প্রচুর কোচ আমদানি হচ্ছে, ইঞ্জিন আমদানি করা হয়েছে, আরো কিছু আমদানি হবে।

রাজবাড়ীতে রেল কারখানা নির্মাণ হবে উল্লেখ করে জিল্লুল হাকিম বলেন, ‘রাজবাড়ী একটা রেলের শহর, এই রাজবাড়ীতে ১০৫ একর জমি নিয়ে রেলের একটা কারখানা নির্মাণ করা হবে। যা সৈয়দপুরের কারখানার চেয়েও বড় হবে। যেখানে রিপিয়ারিং, মেন্টেনেন্সের পাশাপাশি এখানে যাতে বগি তৈরির কারখানাও যাতে হয়, সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।’

পরে রাজবাড়ীর রেলস্টেশন পরিদর্শন শেষে সার্কিট হাউজে জেলা পুলিশের একটি চৌকস দল রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিমকে গার্ড অব অর্নার প্রদান করেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer