Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৮ ১৪৩২, শুক্রবার ০২ জানুয়ারি ২০২৬

এবারের হরতালেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৮:৪৮, ১৯ নভেম্বর ২০২৩

প্রিন্ট:

এবারের হরতালেও বাস চালানোর ঘোষণা মালিক সমিতির

ফাইল ছবি

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার হরতালের মধ্যে বাসসহ সব ধরনের যান চালানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন ও মালিক সমিতি। 

ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতির দপ্তর সম্পাদক সামদানী খন্দকার এ তথ্য নিশ্চিত করেছেন। তাঁর সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিএনপি-জামায়াতের ডাকা হরতালে ঢাকাসহ সারা দেশে বাস-মিনিবাস চলাচল অব্যাহত থাকবে।

সব রুটে গাড়ি চলাচল স্বাভাবিক রাখার জন্য সমিতি/কম্পানিভুক্ত মালিকদের অনুরোধ জানানো হলো।
অবরোধের দিনগুলোতে গাড়ি চলাচল যাতে বাধাগ্রস্ত না হয় সে জন্য রাজধানী ঢাকাসহ জেলা শহরের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে অনুরোধ করা হয়েছে সমিতির বিবৃতিতে।

মালিক সমিতি দাবি করেছে, সমাবেশ, হরতাল ও অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াতের দলীয় সন্ত্রাসীরা ঢাকাসহ সারা দেশে ১২০টি গাড়িতে অগ্নিসংযোগ করেছে। এ সময় ২২৫টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।

Walton
Walton