Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আষাঢ় ১৯ ১৪৩২, শুক্রবার ০৪ জুলাই ২০২৫

সুপারসনিক বিমান কিনছে যুক্তরাষ্ট্র, চলবে শব্দের দ্বিগুণ গতিতে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৪:০৮, ৫ জুন ২০২১

প্রিন্ট:

সুপারসনিক বিমান কিনছে যুক্তরাষ্ট্র, চলবে শব্দের দ্বিগুণ গতিতে

মার্কিন বিমান সেবা সংস্থা ইউনাইটেড এয়ারলাইন্স শব্দের চেয়ে দ্রুতগতির (সুপারসনিক) উড়োজাহাজ কেনার পরিকল্পনা গ্রহণ করছে।

২০২৯ সালের মধ্যে দেশটির কলোরাডো অঙ্গরাজ্যের রাজধানী ডেনভারের উড়োজাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান ‘বুম’ থেকে ১৫টি সুপারসনিক উড়োজাহাজ কেনা হবে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

শব্দের গতি প্রতি সেকেন্ডে ৩৩০.৪ মিটার। একটি সাধারণ সুপারসনিক বিমানের গতি শব্দের প্রায় দ্বিগুণ, সেকেন্ডে ৬৬০ মিটার। সেই হিসেব অনুযায়ী একটি সাধারণ জেট উড়োজাহাজের সর্বোচ্চ গতি যেখানে হয় ঘণ্টায় ৯০১ কিলোমিটার, সেখানে একটি সুপারসনিক উড়োজাহাজের গতি ঘণ্টায় ১ হাজার ৬৪৪ কিলোমিটার।

এই গতিতে কোনো বিমান চললে যাত্রার সময়সীমা প্রায় অর্ধেকে নেমে আসে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে যুক্তরাজ্যের লন্ডনে যেতে সময় লাগবে সাড়ে ৩ ঘণ্টা আর সান ফ্রান্সিসকো থেকে জাপানের রাজধানী টোকিওতে যেতে লাগবে মাত্র ৬ ঘণ্টা।