Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

ভাদ্র ২৯ ১৪৩১, শনিবার ১৪ সেপ্টেম্বর ২০২৪

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহীর সবাই নিহত

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ০৯:১৬, ১০ আগস্ট ২০২৪

প্রিন্ট:

ব্রাজিলে বিমান বিধ্বস্ত হয়ে ৬১ আরোহীর সবাই নিহত

ছবি- সংগৃহীত

ব্রাজিলের সাও পাওলো রাজ্যে যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। এতে বিমানটিতে থাকা ৬১ আরোহীর সবাই নিহত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, ব্রাজিলের সাও পাওলো রাজ্যের বিমান বিধ্বস্তে ৬১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৫৭ জন যাত্রী ও ৪ জন ক্রু। এ বিমানটি ভোয়েপাস এয়ারলাইনসের মালিকানাধীন দুই ইঞ্জিনবিশিষ্ট ও টার্বাইনযুক্ত

স্থানীয় সময় শুক্রবার ব্রাজিলের পারানা রাজ্যের কাসকাভেল থেকে সাও পাওলোর দিকে যাওয়ার সময় বিমান বিধ্বস্তের ঘটনা ঘটে। এতে বিমানের আঘাতে সাও পাওলোর ভিনহেদো শহরের একটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়। তবে বাসিন্দাদের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি

সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাখির পালকের মতো চক্র কেটে নিচে নেমে আসছে একটি বিমান। এরপরই আবাসিক এলাকার ভবনের আড়াল থেকে বেরিয়ে আসে কালো ধোঁয়ার কুণ্ডলী।

দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। উদ্ধারকাজে পুলিশের পাশাপাশি দমকল বাহিনীর ৭টি উদ্ধারকারী দল কাজ করছে। 

দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer