Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ৭ ১৪৩২, সোমবার ২২ ডিসেম্বর ২০২৫

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২১:১৫, ২১ অক্টোবর ২০২০

প্রিন্ট:

সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী গ্রেপ্তার

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) একাংশের সভাপতি রুহুল আমিন গাজীকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ।বুধবার সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ। তবে রুহুল আমিন গাজীকে কখন গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে কোনো তথ্য জানাননি তিনি।

ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. ওয়ালিদ হোসেন গণমাধ্যমকে বলেন, রাষ্ট্রদ্রোহের একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই সূত্রে তাকে গ্রেফতার করা হয়েছে।

বিএফইউজের একাংশের মহাসচিব মোহাম্মদ আবদুল্লাহ নিজের ফেসবুকে রুহুল আমিন গাজীর গ্রেফতার নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেন, বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী ভাইকে সংগ্রাম অফিস থেকে হাতিরঝিল থানা পুলিশ নিয়ে গেছে।

এছাড়া ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) একাংশের সভাপতি কাদের গনি চৌধুরীও এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেছেন।

Walton
Walton