Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, রোববার ২৮ এপ্রিল ২০২৪

চীনে আর পড়া যাবে না ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৯:৫১, ১০ জুন ২০১৯

প্রিন্ট:

চীনে আর পড়া যাবে না ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান

ঢাকা :এখন থেকে আর চীন থেকে ইন্টারনেটে যুক্তরাষ্ট্রের পত্রিকা ওয়াশিংটন পোস্ট এবং ব্রিটেনের গার্ডিয়ান পড়া যাবে না। দেশটির সরকার এ পত্রিকা দু`টি ব্লক করে দিয়েছে। 

চীন ফেইসবুক, টুইটার, ইউটিউব ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও বন্ধ করে রেখেছে।

চীনের মূলভূখণ্ডের বাসিন্দারা শেষ যে কয়টি ইংরেজি নিউজ ওয়েবসাইটে দেখতে পারতেন, তার মধ্যে ওয়াশিংটন পোস্ট ও গার্ডিয়ান অন্যতম।

আগে থেকেই ব্লুমবার্গ, নিউ ইয়র্ক টাইমস, রয়টার্স ও ওয়াল স্ট্রিট জার্নালসব বেশ কিছু ইংরেজি নিউজ সাইট বন্ধ করে রেখেছে চীন।

১৯৮৯ সালের ওই দমনাভিযানের সঙ্গে সম্পর্কিত সব কিছু মুছে দিতে বা আটকে দিতে চীন রোবট সেন্সর ব্যবহার করছে বলে বিজনেস ইনসাইডার জানিয়েছে।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer