Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

অগ্রাহায়ণ ২৩ ১৪৩১, রোববার ০৮ ডিসেম্বর ২০২৪

বাসসসের নতুন চেয়ারম্যান ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২৯, ১০ নভেম্বর ২০২৪

প্রিন্ট:

বাসসসের নতুন চেয়ারম্যান ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন

ফাইল ছবি

দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক, প্রতিথযশা সাংবাদিক আনোয়ার আলদীনকে বাংলাদেশ সংবাদ সংস্থা- বাসস’র পরিচালনা বোর্ডের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করা হয়েছে।

রোববার  তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে তাকে এই নিয়োগ দেওয়া হয়েছে।

জনপ্রিয় সাংবাদিক আনোয়ার আলদীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যায়নকালেই দৈনিক ইত্তেফাকে বিশ্ববিদ্যালয় রিপোর্টার হিসেবে যোগদেন। পরে পত্রিকাটির স্টাফ রিপোর্টার, সিনিয়র রিপোর্টার এবং সর্বশেষ যুগ্ম সম্পাদক হিসেবে সর্বাধিক যোগ্যতার সঙ্গে কাজ করে আসছেন।

তিনি অনেকগুলো দুর্দান্ত সাড়া জাগানো প্রতিবেদন ও সাংবাদিকতার ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য বহু পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ১৯৯৬ সালে ‘ভেজালের ভিড়ে আসল উধাও’ শিরোনামে একটি চাঞ্চল্যকর অনুসন্ধানমূলক ধারাবাহিক প্রতিবেদনে করে সারা দেশে সাড়া ফেলে দিয়েছিলেন। ১৭ পর্বের এই প্রতিবেদনের তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, ইউনেস্কো, ডিআরইউ পুরস্কারসহ অনেক গুরুত্বপূর্ণ পুরস্কার অর্জন করেন।

দক্ষিণ খুলনা তথা কপিলমুনির কৃতী সন্তান আনোয়ার আলদীন সাংবাদিকতার পাশাপাশি এলাকার উন্নয়ন ও অসহায়-দুস্থ মানুষের কল্যাণে নিরন্তর নিবেদিত জামে মসজিদ, স্বাস্থ্যকেন্দ্র, মাদ্রাসা, এতিমখানা ও হেফজখানা প্রতিষ্ঠা করেছেন। পাইকগাছা-কয়রার দল মত নির্বিশেষে আপামর জনগণ আনোয়ার আলদীনের শারীরিক সুস্থতা, দীর্ঘজীবন ও উত্তরোত্তর উন্নতি কামনা করছে।

বাসস পরিচালনা কমিটির অপর সদস্যরা হলেন, তথ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব প্রেস, অর্থবিভাগের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, জননিরাপত্তা বিভাগের যুগ্ম সচিব পযদমর্যাদার একজন প্রতিনিধি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব পদমর্যাদার একজন প্রতিনিধি, তথ্য মন্ত্রণালয়ের প্রধান তথ্য অফিসার, বাসসের ব্যবস্থাপনা পরিচালক (পধাদিকার বলে), নিউ নেশন সম্পাদক মোকাররম হোসাইন, নয়াদিগন্ত সম্পাদক আলমগীর মহিউদ্দিন, এনটিভির চিফ নিউজ এডিটর ফকরুল আলম কাঞ্চন, রংপুর থেকে প্রকাশিত যুগের আলো পত্রিকার সম্পাদক শিরিন ভরসা, সফটওয়্যার ইঞ্জিনিয়ার নূরে আলম মাসুদ ও বাসসের বিশেষ প্রতিনিধি ফজলুল হক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer