Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৪ ১৪৩১, সোমবার ২৯ এপ্রিল ২০২৪

কুয়েটে প্রস্তাবিত হাই-টেক পার্ক পরিদর্শন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ১ মে ২০১৭

আপডেট: ০০:০০, ৩১ ডিসেম্বর ১৯৯৯

প্রিন্ট:

কুয়েটে প্রস্তাবিত হাই-টেক পার্ক পরিদর্শন

ছবি : বহুমাত্রিক.কম

খুলনা : খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) প্রস্তাবিত হাই-টেক পার্কের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন ও তথ্য সংগ্রহে বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এর বিশেষজ্ঞ প্রতিনিধি দল কুয়েট সফর করেছেন।

রোববার কুয়েট ভাইস-চ্যান্সেলর এর কার্যালয়ে উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর এর সাথে বৈঠক শেষে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরস্থ হাই-টেক পার্কের নির্ধারিত স্থান পরিদর্শন করেন প্রতিনিধি দলটি।

প্রতিনিধি দলে ছিলেন-আর্নস্ট এন্ড ইয়ং এলএলপি, ভারত এর ট্রানসেকশন এ্যাডভাইসরি সার্ভিস এর এসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট প্রেরনা কুশল সিং এবং বাংলাদেশ হাইটেক পার্ক অথরিটি এর পলিসি ফ্যাসিলিয়েটর আদনান মাশফি।

এসময় প্রতিনিধি দলটি কুয়েটে প্রস্তাবিত হাই-টেক পার্কের জন্য নির্ধারিত স্থানের বর্তমান চিত্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আইআইসিটি’র পরিচালক অধ্যাপক ড. বাসুদেব চন্দ্র ঘোষ, সিএসই বিভাগের অধ্যাপক ড. এম এম এ হাসেম, প্রোগ্রামার মিহির লাল সরকার প্রমূখ।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer