Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৫ ১৪৩১, মঙ্গলবার ৩০ এপ্রিল ২০২৪

‘গুজবরোধে প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হবে’

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:২১, ৩১ মার্চ ২০২৪

প্রিন্ট:

‘গুজবরোধে প্রয়োজনে ফেসবুক বন্ধ করা হবে’

ফাইল ছবি

সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে প্রয়োজনে ফেসবুক-ইউটিউব বন্ধ করে দেয়া হবে বলে মন্তব্য করেছেন আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি ও মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন মন্তব্য করেন

মন্ত্রী বলেন, গুজব প্রতিরোধ ও সাইবার ক্রাইম নিয়ন্ত্রণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বিভিন্ন সময় যোগাযোগ করা হয়। তবে অনেক সময় তারা আমাদের কথা শোনে না। তারা যে শুনছে না, বিষয়টা আমরা পাবলিকলি প্রচার করবো। দরকার হলে আমরা পত্রিকায় বিজ্ঞাপন আকারেও বলব।

এসবের মাধ্যমে কোনো প্রতিকার না এলে প্রয়োজনে এগুলো কিছু সময়ের জন্য বন্ধ করে দেয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।

মন্ত্রী বলেন, তাদের বারবার বলতে হবে, যেন বন্ধ করে দিলে বিশ্ববাসীর কাছে মনে না হয়, এখানে কোনো মৌলিক অধিকার ব্যাহত হচ্ছে।

এ সময় অগ্নিকাণ্ডের ক্ষেত্রে যারা দায়িত্বে অবহেলা করেছে, যারা অনুমোদন দিয়েছে তাদের বিষয়ে খতিয়ে দেখার জন্য বলেন তিনি। 

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer