Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২৬ ১৪৩১, শনিবার ১২ অক্টোবর ২০২৪

এনআইডি সার্ভার সচল হচ্ছে দুপুরে

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১০:২৪, ২০ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

এনআইডি সার্ভার সচল হচ্ছে দুপুরে

ফাইল ছবি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সার্ভার বুধবার দুপুর ২টায় সচল হচ্ছে। নিরাপত্তা প্রশ্নে সার্ভারটি বন্ধ করা হয় বলে জানান জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ কে এম হুমায়ূন কবীর।সার্ভার বন্ধের কারণ নিয়ে এ কে এম হুমায়ূন কবীর জানান, সার্ভারের অধিকতর সুরক্ষা নিশ্চিত করতে কাজ চলছে।\

এদিকে মঙ্গলবার সকাল থেকে সার্ভার বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন অনেকে। বিঘ্নিত হয় আর্থিক প্রতিষ্ঠান, টেলিযোগাযোগ, পাসপোর্ট, ভিসাসহ সরকারি-বেসরকারি ১৭১টি প্রতিষ্ঠানের সেবা প্রদান।

দেশের প্রায় ১২ কোটি নাগরিকের ব্যক্তিগত বিভিন্ন তথ্য রয়েছে এনআইডি সার্ভারে। চলতি বছর কয়েকবার এনআইডি সার্ভার সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।

এর আগে, ১৬ আগস্ট সাইবার সতর্কতায় প্রায় ৩৮ ঘণ্টা বন্ধ থাকে এনআইডি সার্ভার। এ সময় গণমাধ্যমে হ্যাকিংয়ের খবর পেয়ে সার্ভার বন্ধ রাখা হয়েছিল বলে জানিয়েছিল কর্তৃপক্ষ।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer