Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১২ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

টুইটারের সিইও পদ ছাড়বেন ইলন মাস্ক

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:০০, ২১ ডিসেম্বর ২০২২

প্রিন্ট:

টুইটারের সিইও পদ ছাড়বেন ইলন মাস্ক

নানা জল্পনা-কল্পনার পর অবশেষে টুইটারের প্রধান নির্বাহীর (সিইও) পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ইলন মাস্ক। নিজের বিকল্প কাউকে খুঁজে পাওয়ার পর পদত্যাগ করবেন তিনি।

মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

টুইটারে দেয়া এক পোস্টে ইলন মাস্ক লিখেছেন, ‘এই চাকরি নেয়ার মতো বোকা কাউকে খুঁজে পাওয়া মাত্রই আমি সিইও (টুইটারের) পদ থেকে পদত্যাগ করব। এরপর, আমি শুধু সফটওয়্যার ও সার্ভার টিম চালাব।’

এর আগে নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে একটি পোল চালু করেছিলেন ইলন মাস্ক। সেখানে তিনি তার অনুসারীদের কাছে প্রশ্ন রাখেন, ‘আমার কি টুইটার প্রধানের পদ থেকে সরে দাঁড়ানো উচিত?’ সেখানে মোট ভোটদাতার ৫৭ শতাংশই তার সরে দাঁড়ানোর পক্ষে মত দেন।

সোমবার মাস্ক টুইটারে ওই জরিপ চালু করেন। সেখানে তিনি তার ১২ কোটি ২০ লাখ অনুসারীর কাছে জানতে চান, ‘আমার কি টুইটার প্রধানের পদ থেকে সরে দাঁড়ানো উচিত? ফলাফল যা-ই হোক না কেন, আমি মেনে নেব।’

বাংলাদেশ সময় মঙ্গলবার সকাল ৯ টা ২০ মিনিট পর্যন্ত সময়ে ইলন মাস্কের ওই পোলে ১ কোটি ৭৫ লাখ মানুষ ভোট দেন। যার মধ্যে ৫৭ শতাংশ ব্যবহারকারী রায় দিয়েছেন, ইলন মাস্কের টুইটারের প্রধানের পদ থেকে সরে যাওয়া উচিত। বাকি ৪৩ শতাংশ রায় দেন তার থেকে যাওয়ার পক্ষে।

ইলন মাস্ক পোল শেয়ারের পরপরই আরেকটি টুইট শেয়ার করেন। সেখানে তিনি লেখেন, ‘কথায় আছে কোনো কিছু চাওয়ার ব্যাপারে সতর্ক হোন। কারণ, আপনি যা চান তা পেলেও পেতে পারেন।’

তার এই টুইটের পর থেকেই জল্পনার ডালপালা বিস্তার করছিল ব্যবহারকারীদের মধ্যে। অনেকেই ধারণা করছিলেন, ইলন মাস্ক হয়তো এরই মধ্যে টুইটারের জন্য নতুন প্রধান নির্বাহী বাছাই করে ফেলেছেন। তবে সেই জল্পনা-কল্পনা শেষ করে এবার নিজেই পদত্যাগের ঘোষণা দিলেন মাস্ক।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer