Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

মারা গেলেন কারাতে ফেডারেশনের জুয়েল

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৮:৫০, ২৬ মে ২০২০

আপডেট: ১৮:৫৩, ২৬ মে ২০২০

প্রিন্ট:

মারা গেলেন কারাতে ফেডারেশনের জুয়েল

ঢাকা : মারা গেলেন কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য হুমায়ুন কবির জুয়েল। বাংলাদেশ এবং আন্তর্জাতিক কারাতে অঙ্গনে তাঁর বিরাট অবদান উল্লেখযোগ্য।

শ্বাসকষ্ট জনিত কারণে গতকাল ঢাকার গ্রীণ হাসপাতালের আইসিইউতে রাখা হয়েছিল বাংলাদেশ কারাতে ফেডারেশনের কার্যনির্বাহী সদস্য, এশিয়ান কারাতে ফেডারেশনের জাজ/রেফারী এবং ওয়ার্ল্ড কারাতে ফেডারেশনের লাইসেন্সধারী কোচ জুয়েলকে।

আজ সকাল ৮টায় তিনি মৃত্যু বরণ করেন…(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন তিনি।তাঁর এই অকাল মৃত্যুতে বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি ড. মোজাম্মেল হক খান (কমিশনার, দুর্নীতি দমন কমিশন) ও সাধারণ সম্পাদক জনাব ক্য শৈ হ্লা (চেয়ারম্যান, বান্দরবান জেলা পরিষদ) শোক বার্তা প্রকাশ করেছেন।

 

Walton Refrigerator cables
Walton Refrigerator cables