Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

পৌষ ১৩ ১৪৩২, রোববার ২৮ ডিসেম্বর ২০২৫

ফিফা প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ-ভুটান মুখোমুখি সন্ধ্যায়

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১১:২১, ২৯ সেপ্টেম্বর ২০১৯

প্রিন্ট:

ফিফা প্রীতি ফুটবল ম্যাচে বাংলাদেশ-ভুটান মুখোমুখি সন্ধ্যায়

ঢাকা : ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে আজ ভুটানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। সন্ধ্যা ৭টায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে প্রথম প্রীতি ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি), বাংলা টিভি ও বাংলাদেশ বেতার ম্যাচ দুটি সরাসরি সম্প্রচার করবে।

২০২২ সালের কাতার বিশ্বকাপ ও এএফসি এশিয়ান কাপ ২০২৩ এর ওপর চোখ রেখে জাতীয় দলের প্রধান কোচ জেমি ডে’র নেতৃত্বে শনিবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুশীলন করেছে বাংলাদেশ স্কোয়াড।

প্রীতি ম্যাচের পরে আগামী ১০ অক্টোবর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে কাতারের বিপক্ষে খেলবে বাংলাদেশ। পাঁচ দিন পর অ্যাওয়ে ম্যাচে কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে ভারতের বিপক্ষে খেলবে তারা।

প্রীতি ম্যাচ দুটিসহ বিশ্বকাপ ও এশিয়ান কাপের জন্য বাছাই পর্বের ম্যাচগুলোকে সামনে রেখে দুই সপ্তাহের অনুশীলনের মধ্যে দিয়ে যাচ্ছে জাতীয় দলের ফুটবলাররা।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে শনিবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) কার্যালয়ে কোচ জেমি ডে জানান, তার শিষ্যরা ভুটানের বিপক্ষে খেলতে তৈরি আছেন।

 

Walton
Walton