Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ২৭ ১৪৩২, রোববার ১১ মে ২০২৫

তৃতীয় ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দেবেন কে?

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:২৫, ২৪ সেপ্টেম্বর ২০২৩

প্রিন্ট:

তৃতীয় ওয়ানডেতে টাইগারদের নেতৃত্ব দেবেন কে?

ফাইল ছবি

নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে বিশ্রাম দেওয়া হয়েছে লিটন দাসকে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

জানা গেছে, শেষ ম্যাচে লিটন বিশ্রাম চেয়েছেন। জ্বর থেকে সুস্থ হয়ে তিনি এশিয়া কাপে যোগ দেওয়ার পর থেকে টানা খেলার মধ্যে আছেন। কিন্তু তিনি এখনো জ্বরের ধকল থেকে পুরোপুরি সুস্থ হননি। সে জন্য তিনি শেষ ম্যাচটি খেলতে চাচ্ছেন না।

মিনহাজুল আবেদীন নান্নু বলেন, লিটন বিশ্রাম চেয়েছে। তাকে আমরা বিশ্রাম দিচ্ছি। যেহেতু ও মানসিকভাবে একটু ভেঙে আছে, আমরা ওকে বিশ্রাম দিয়েছি। বিকেলের মধ্যেই দল দিয়ে দেব।

এদিকে, লিটন না থাকায় অধিনায়কত্ব করবেন কে, এটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় সহ অধিনায়ক লিটন দাসই নেতৃত্ব দিয়ে আসছিলেন।

লিটন না থাকলে কি ফের নিয়মিত অধিনায়ক সাকিব নেতৃত্ব দেবেন? এমন প্রশ্নে নান্নু বলেন, ‘সাকিবেরটা এখনও নিশ্চিত করে বলতে পারছি না। ওর অ্যাভেইলেবেলিটির একটা বিষয় আছে। বিকেলের মধ্যে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer