Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ব্রাজিলের দলে ৫ নতুন মুখ : নেই নেইমার

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১২:২৬, ২৯ মে ২০২৩

প্রিন্ট:

ব্রাজিলের দলে ৫ নতুন মুখ : নেই নেইমার

ফাইল ছবি

কাতার বিশ্বকাপে ব্যর্থতার পর এখনো দল গোছাতে পারেনি ব্রাজিল। মাঝে মরক্কোর সাথে প্রীতি ম্যাচে ২-১ গোলে নিজেদের ব্যর্থতার ছাপ রেখেছে। ক্লাব ফুটবলের বিরতিতে আবারও মাঠে নামছে জাতীয় দল। আগামী জুনে দুটি ম্যাচ খেলবে সেলেকাওরা। তবে ওই দুটি ম্যাচে তেখা যাবে না ব্রাজিলের পোস্টার বয় নেইমারকে। 

ফিফা প্রীতি ম্যাচে সেনেগাল ও গিনির বিপক্ষে খেলবে ব্রাজিল। এই দুই ম্যাচের ব্রাজিল স্কোয়াড ঘোষণা করা হয়েছে। ভারপ্রাপ্ত কোচ রামন মেনেজেসের ২৩ জনের এই স্কোয়াডে আছে পাঁচ নতুন মুখ।

১৭ জুন বার্সেলোনায় গিনির মুখোমুখি হবে ব্রাজিল। ২০ জুন লিসবনে সেনেগালের বিরুদ্ধে খেলবে পাঁচবারের বিশ্বকাপজয়ীরা। ১২ জুন পুরো স্কোয়াডকে নিয়ে ক্যাম্প শুরু করবেন মেনেজেস।  

এই স্কোয়াডের পাঁচ নতুন মুখ হলেন- দুই ফুল-ব্যাক ভ্যান্ডারসন ও এয়ারটন লুকাস, ডিফেন্ডার- নিনো, মিডফিল্ডার- জোয়েলিন্টন এবং স্ট্রাইকার ম্যালকম।

ব্রাজিলের ২৩ সদস্যের দল

গোলকিপার: অ্যালিসন, এইডারসন, ওয়েভারটন

ডিফেন্ডার: অ্যালেক্স তেয়েস, এয়ারটন লুকাস, দানিলো, ভ্যান্ডারসন, ইবানেজ, এইডার মিলিতাও, মার্কুইনোস, নিনো

মিডফিল্ডার: আন্দ্রে, ব্রুনো গুইমারেস, কাসেমিরো, জোয়েলিনটন 

ফরোয়ার্ড: লুকাস পাকুয়েতা, ম্যালকম, পিটার, রিচার্লিসন, রদ্রিগো, রন, ভিনিসিয়াস জুনিয়র, রাফায়েল ভেগা।

Walton Refrigerator cables
Walton Refrigerator cables