Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ১৫ ১৪৩০, রোববার ০১ অক্টোবর ২০২৩

বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন দাস

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ২০:৪০, ২৮ মে ২০২৩

প্রিন্ট:

বর্ষসেরা ক্রীড়াবিদ লিটন দাস

ছবি- সংগৃহীত

২০২২ সালের সেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জাতীয় দলের ক্রিকেটার লিটন দাস। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতি (বিএসপিএ) তাকে দেশের সেরা ক্রীড়াবিদ হিসেবে নির্বাচিত করেছে।

বর্ষসেরার দৌড়ে টাইগার ব্যাটার পেছনে ফেলেছেন নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও আর্চার নাসরিন আক্তারকে।

সেরা ক্রীড়াবিদ হতে না পারলেও দর্শকদের ভোটে লিটনকে পপুলার চয়েজ অ্যাওয়ার্ডে পেছনে ফেলেছেন গত বছর বাংলাদেশকে সাফ শিরোপা এনে দেয়া সাবিনা। একইসঙ্গে নারী বিভাগে বর্ষসেরা ফুটবলারও নির্বাচিত হয়েছেন তিনি। পুরুষ বিভাগে বর্ষসেরা হয়েছেন বসুন্ধরা কিংসের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রবসন রবিনিয়ো।

এদিকে পুরুষ বিভাগে বর্ষসেরা ক্রিকেটার লিটন। নারী বিভাগে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন জাতীয় দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি।এর বাইরে আর্চারে সেরা নির্বাচিত হয়েছেন নাসরিন, হকিতে আশরাফুল ইসলাম। আর বর্ষসেরা অ্যাথলেট নির্বাচিত হয়েছেন ইমরানুর রহমান।

এছাড়া বর্ষসেরা কোচ নির্বাচিত হয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাফ জয়ের নেপথ্য নায়ক গোলাম রব্বানী ছোটন।রোববার বিকেলে রাজধানীর একটি হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে সেরাদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

আরও যারা নির্বাচিত হয়েছে 
উদীয়মান ক্রীড়াবিদ: নাফিজ ইকবাল (টেবিল টেনিস), সিফাত উল্লাহ গালিব (ব্যাডমিন্টন)
তৃণমূলের সংগঠক: আমিরুল ইসলাম (কুষ্টিয়ার সাঁতার কোচ)
বিশেষ সম্মাননা: সুমিতা রানী (হার্ডলার)
সেরা সংস্থা: বাংলাদেশ কাবাডি ফেডারেশ
বিশেষ সংবর্ধনা: সাফ নারী চ্যাম্পিয়নশিপ জয়ী দল ও ফিজিক্যাল চ্যালেঞ্জড ক্রিকেট দল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer