Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

আশ্বিন ২ ১৪৩২, বৃহস্পতিবার ১৮ সেপ্টেম্বর ২০২৫

ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৮, ৬ সেপ্টেম্বর ২০২০

প্রিন্ট:

ঠাকুরগাঁওয়ে কষ্টিপাথরের মূর্তি উদ্ধার

ছবি- বহুমাত্রিক.কম

ঠাকুরগাঁও সদর উপজেলার ঢোলরহাট ইউনিয়নে টাঙ্গন নদীতে খনন করার সময় ৫ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। শনিবার সকালে ওই ইউনিয়নের বড়দেশ্বরী এলাক থেকে উদ্ধারকৃত মূর্তিটি পানি উন্নয়ন বোর্ডে জমা দেয় শ্রমিকরা।

এর আগে শুক্রবার বিকেলে নদীতে ড্রেজার মেশিন দিয়ে খনন করার সময় মূর্তিটি পায় শ্রমিকরা।ঢোলারহাট ইউনিয়নের চেয়ারম্যান সীমান্ত কুমার বর্মন জানান,মূর্তিটি পাওয়ার পর শ্রমিকদের কাছ থেকে স্থানীয় দুইজন ব্যক্তি নিয়ে তা গোপনে বিক্রির চেষ্টা চালায়।

খবর পেয়ে রাতে পুলিশ সহ বিভিন্ন জায়গায় তাদের খোঁজা হয়। পরে অবস্থা বেগতিক দেখে তারা মূর্তিটি সকালে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর হাতে হস্তান্তর করে। নির্বাহী প্রকৌশলী রবিউল ইসলাম জানান,মূর্তিটি বর্তমানে তাদের হেফাজতে রয়েছে। ইতোমধ্যে প্রশাসনকে পত্র দেওয়া হয়েছে রোববার জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে।

বহুমাত্রিক.কম

Walton Refrigerator cables
Walton Refrigerator cables