Bahumatrik | বহুমাত্রিক

সরকার নিবন্ধিত বিশেষায়িত অনলাইন গণমাধ্যম

বৈশাখ ১৩ ১৪৩১, শনিবার ২৭ এপ্রিল ২০২৪

কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা

বহুমাত্রিক ডেস্ক

প্রকাশিত: ১৩:০৭, ১৫ মার্চ ২০২৪

প্রিন্ট:

কুয়েতে অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা

ফাইল ছবি

কুয়েতে রমজান মাস এবং আমীর শেখ মিশাল আল-আহমাদ সরকারের শাসনভার গ্রহণ করায় চলতি মাসের ১৭ মার্চ থেকে ১৭ জুন পর্যন্ত আকামা আইন লঙ্ঘনকারী অবৈধ প্রবাসীদের জন্য সাধারণ ক্ষমার ঘোষণা করা হয়েছে। 

বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে স্থানীয় আল রাই ও আল যেরিদাসহ একাধিক গণমাধ্যমে সাধারণ ক্ষমার সংবাদ প্রকাশ করে।

সংবাদে উল্লেখ করা হয়েছে, সাধারণ ক্ষমার ৩ মাসের মধ্যে অবৈধ প্রবাসীরা কোনো ধরণের জেল জরিমানা ছাড়া নিজ দেশে  যেতে পারবে।  চাইলে পুনরায় নতুন ভিসা নিয়ে প্রবেশ করতে পারবে। আবার নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে জরিমানা পরিশোধ করে চাইলে বৈধ হয়ে আকামা নবায়ন করা সুযোগ পাবে।

তবে যদি কারো বিরুদ্ধে ফৌজদারী কোনো অভিযোগ থাকে তাহলে তাকে নির্ধারিত অফিসে যোগাযোগ করে সাধারণ ক্ষমার সুযোগ গ্রহণ করতে পারবে কি না সেটা নিশ্চিত হতে হবে।

সাধারণ ক্ষমার নির্দিষ্ট সময়সীমার মধ্যে যে সব অবৈধ অভিবাসী বৈধ হওয়ার সুযোগ হারাবে এবং কুয়েত ত্যাগ করবে না তাদের কালো তালিকাভুক্ত করা হবে এবং আইননুসারে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। এর আগে ২০২০ সালে এপ্রিল মাসে করোনাকালীন সময় সাধারণ ক্ষমার সুযোগ দেওয়া হয়েছিল।

Walton Refrigerator Freezer
Walton Refrigerator Freezer